
এক কুমিরের শখ হল তার ৭ কুমির বাচ্চাকে পড়াবে। তার গ্রামেই শিয়াল পন্ডিতের পাঠশালা ছিল। সে কুমিরকে নিয়ে শিয়ালের পাঠশালায় ভর্তি করিয়ে দিলো। সেটা ছিল আবাসিক।
যাই হোক, শিয়ালের ছিল কুমিরের বাচ্চার প্রতি বিশেষ লোভ। সে একে একে বাচ্চা খেতে আরম্ভ করলো, এবং যখন কুমির দেখতে আসত, তখন এক বাচ্চাই বারবার দেখাতো।
একদিন কুমিরের সন্দেহ হলো, সে দেখতে চাইলো, সবগুলো বাচ্চাকে পাশাপাশি। কিন্তু ততক্ষনে তো শিয়াল মামা বাকি একটা বাচ্চা খেয়েও ফুট।
সুবচনঃ দুস্ট লোকের কাছে ভালো কাজের ভার দিতে নেই।