কবরের আগুনে হাত পুড়ে যাওয়ার ঘটনা
ভারতের উত্তর প্রদেশের এক শহরের প্রসস্থ এক কবরস্থানে একটি ঘটনা ঘটেছিল । একজন লোককে সেই কবরস্থানের একটি কবরে দাফন করা হল । লাশ কবরে রাখার পর তক্তা দিয়ে মাটি চাপা দেওয়ার সময়ে কবরে অবতরন করা একজন লোক বললেন, একটু রাখুন ! আমার কিছু জরুরি কাগজ কবরে পড়ে গেছে । কাগজ গুলো তুলে নেই । এ কথা বলে তক্তা সরানোর পর তিনি কাগজ নেওয়ার জন্য হাত বাড়ালেন । তার স্পষ্ট মনে আছে, তিনি মাথার পাশে ছিলেন, একারণেই সে দিকে হাত বাড়িয়ে কাগজ নিতে যাচ্ছিলেন । কবরে হাত বাড়ানোর সাথে সাথেই তিনি তীব্র চিৎকার করে হাত সরিয়ে নিয়েছিলেন।
বলছিলেন, জ্বলে গেল, আগুন লেগে গেল । উপস্থিতি লোকেরা তাড়াতাড়ি কবরের মাটি চাপা দিয়ে উঠে এলো । যে ব্যক্তি বলছিল হাত গেল তার হাত পরিক্ষায় পুড়ে যাওয়ার কোন চিহ্ন তো নেই । রক্ত চলাচল স্বাভাবিক রয়েছে, কিছুতেই বুঝতে পারছিল না। সেই ব্যক্তির চিৎকারে সবার কানে আঙ্গুল দেওয়ার অবস্থা হল । সিভিল সার্জনের নেতৃতে বেশ কয়েকজন ডাক্তার পরিক্ষা করেও হাতের যন্ত্রণার কোন কারন খুঁজে বের করতে পারল না । তিন দিন তিন রাত চিৎকার করে অবশেষে লোকটি শেষ নিঃশ্বাস ত্যাগ করলো ।