হযরত আনাস বিন মালেক (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলে করীম (সাঃ) একদা ওহুদ পাহাড়ের উপর আরোহণ করলেন। তাঁর সাথে হযরত আবূ বকর ছিদ্দিক (রাঃ) ও হযরত ওমর (রাঃ) এবং হযরত ওসমান (রাঃ) ও ছিলেন।
এমন সময় পাহাড়ের কম্পন শুরু হলে রাসূলুল্লাহ (সাঃ) স্বীয় কদম মোবারক দ্বারা পাহাড়ের গায়ে আঘাত করে বললেনঃ হে ওহুদ শান্ত হও। হে ওহুদ! তোমার উপর একজন নবী একজন ছিদ্দিক ও দু’জন শহীদ আরোহণ করেছেন। অর্থাৎ নবী হলেন স্বয়ং রাসূল (সাঃ) ছিদ্দিক হলেন হযরত আবূ বকর ছিদ্দিক এবং দুই শহীদ হলেন হযরত ওমর ও হযরত ওসমান (রাঃ)।
আল্লাহ্র রাসূল (সাঃ) সেদিনের ভবিষ্যদ্বানী পরবর্তীতে বাস্তবে রূপ লাভ করেছিল। অর্থাৎ হযরত ওমর (রাঃ) এক অগ্নিপুজকের হাতে এবং হযরত ওসমান বিদ্রোহীদের হাতে শাহাদাত বরণ করেন। (বুখারী শরীফ)