আবু জাহল ছিল একটি এতিম ছেলের অভিভাবক। ছেলেটি একদিন তার কাছে এলো। তার গায়ে একটুকরো কাপড়ও ছিল না। সে কাকুতি-মিনতি করে তার বাবার পরিত্যক্ত সম্পদ থেকে কিছু দেওয়ার জন্য বলল। কিন্তু জালিম আবু জাহল তার কথায় কানই দিল না। সে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর শেষে নিরাশ হয়ে ফিরে গেল।
কুরাইশ সরদাররা দুষ্টুমি করে বলল, “যা, মুহাম্মাদের (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কাছে চলে যা। সেখানে গিয়ে তার কাছে নালিশ কর। সে আবু জাহলের কাছে সুপারিশ করে তোর সম্পদ তোকে দেওয়ার ব্যবস্থা করবে।”
ছেলেটি জানত না আবু জাহলের সাথে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কী সম্পর্ক এবং এ শয়তানরা তাকে কেন এ পরামর্শ দিচ্ছে। সে সোজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে পৌঁছে গেল এবং নিজের অবস্থা তাঁর কাছে বর্ণনা করল।
তার ঘটনা শুনে নবী (সা.) তখনই দাঁড়িয়ে গেলেন এবং তাকে সঙ্গে নিয়ে নিজের নিকৃষ্টতম শত্রু আবু জাহলের কাছে চলে গেলেন। তাঁকে দেখে আবু জাহল তাঁকে অভ্যর্থনা জানাল। তারপর যখন তিনি বললেন, “এ ছেলেটির হক একে ফিরিয়ে দাও”—তখন সে সঙ্গে সঙ্গেই তাঁর কথা মেনে নিল এবং তার ধনসম্পদ এনে তার সামনে রেখে দিল।
ঘটনার পরিণতি কী হয় এবং পানি কোন দিকে গড়ায় তা দেখার জন্য কুরাইশ সরদাররা ওঁৎ পেতে বসেছিল। তারা আশা করছিল দু’জনের মধ্যে বেশ একটা মজার কলহ জমে উঠবে। কিন্তু এ অবস্থা দেখে তারা অবাক হয়ে গেল। তারা আবু জাহলের কাছে এসে তাকে ধিক্কার দিতে লাগল। তাকে বলতে লাগল, “তুমিও নিজের ধর্ম ত্যাগ করেছ।”
আবু জাহল জবাব দিল, “আল্লাহর কসম! আমি নিজের ধর্ম ত্যাগ করিনি। কিন্তু আমি অনুভব করলাম, মুহাম্মাদের (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ডানে ও বামে এক একটি অস্ত্র রয়েছে। আমি তার ইচ্ছার সামান্যতম বিরুদ্ধাচরণ করলে সেগুলো সোজা আমার শরীরের মধ্যে ঢুকে যাবে।”
এই ঘটনাটি থেকে শুধু এতটুকুই জানা যায় না যে সে যুগে আরবের সবচেয়ে উন্নত ও মর্যাদাশালী গোত্রের বড় বড় সরদাররা পর্যন্ত এতিম ও সহায়-সম্বলহীন লোকদের সাথে কেমন ব্যবহার করত; বরং এর সঙ্গে এ কথাও জানা যায় যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উন্নত নৈতিক প্রভাব কতটুকু কার্যকর হয়েছিল।
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।