
ঘটনাটা ২ বছর আগের। আমি রাতে ঘুমাই না। সারারাত পিসিতে কাজ করি। যেই রাতের ঘটনা, সে রাতে আমি পিসিতে গেম খেলছিলাম। তখন রাত ২ টার মত বাজে। হটাত বাসায় কলিং বেলের আওয়াজ বেজে উঠলো। আমি চিন্তা করলাম, এতো রাতে কে আসবে? আমি চিন্তা করতে করতে রুম থেকে বের হয়ে দেখি আমার আআবু আগেই দরজা খুলে ফেলছেন।
দেখি দরজায় আমাদের বাসার ৫ তালার আঙ্কেল আসছেন। আমি গিয়ে জিজ্ঞেস করলাম, আঙ্কেল কি ঘটনা? কি হয়েছে? উনি বললেন, উনি ঘুমাতে পারছেন না। উনার রুমে নাকি কিসের খুব আওয়াজ হচ্ছে। উনার দুটো বাচ্চা আছে। বাচ্চা দুটোও ঘুমুচ্ছে।
ওহ, একটা কথা বলে রাখি। আমাদের বিল্ডিং ৬ তালা। আমরা থাকি একদম উপরের তলায়। মানে ৬ তালায়। আঙ্কেলরা আমাদের নিচের তলায় থাকেন। তো, আব্বু আমাকে জিজ্ঞেস করল, আমি কোনও সাউন্ড করেছি কিনা। আমি বললাম, না। তখন তিনি আমাকে বললেন, ঠিক আছে, এক দৌড়ে ছাদে দিয়ে দেখে আসো, কেউ আছে কিনা?
এই কথা শোনার সাথে সাথে আমার কলিজা শুকিয়ে গেলো। আমি মানুষ হিসেবে খুব একটা সাহসী না। তাও সাহস করে গেলাম। গিয়ে দেখলাম ছাদের দরজা খোলা আর রেলিং ধরে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। আমি কাছে যাওয়ার পর মেয়েটা আমার দিকে মুখ ঘুরিয়ে তাকাল।
দেখলাম, উনি আমাদের পাশের ফ্ল্যাটের আপু। তো, আমি আর কিছু বললাম না। আমি শুধু জিজ্ঞেস করলাম, আপু ভালো আছেন? সে শুধু আমার দিকে তাকিয়ে হাসি দেয়। আমি তখন নিচে নেমে এসে আঙ্কেলকে জানাই।
আঙ্কেল খুব রাগ করেন আর বলেন, যে এতো রাতে একটা মেয়ে একা ছাদে কি করে? আঙ্কেল তখনই বলেন যে ঐ পাউর বাসায় যাবেন কমপ্লেইন করার জন্য। আমি বললাম, আঙ্কলে সকালে ব্যাপার টা নিয়ে বললেই হবে। কিন্তু তিনি খুব রেগে যান এবং বলেন যে, না, এখুনি যাবো।
আমি আর কি বলবো, আমি বলি, আচ্ছা ঠিক আছে। তো আমি রুম থেকে বের হয়ে ঐ আপুর বাসায় নক করি। কিছুক্ষণ পর ভাইয়া এসে দরজা খুলে দেন। তিনি যে ঘুম থেকে উঠে আসছেন সেটা উনাকে দেখেই বোঝা যায়। আঙ্কেল উনাকে জিজ্ঞেস করেন যে, উনার বোন কোথায়? ভাইয়া বলেন যে, ঘুমুচ্ছে।
আঙ্কেল রেগে গিয়ে বলেন যে, না, সে ঘুমুচ্ছে না। সে ছাদে! ভাইয়া তখন গিয়ে দেখে যে আপু সত্যই ঘুমুচ্ছেন। আঙ্কেল তখন আমাকে ধমক দেন। এবং তারপর থেকে আর আমার সাথে কথা বলেন না। সে বলে আমি নাকি বেয়াদব।
কিন্তু এই ঘটনার পর একমাত্র আমিই জানি সে রাতে কি ঘটেছিলো। আমি জানি যে, আমার দেখায় ভুল ছিল না। আমি ১০০% নিশ্চিত। এরপরও আমাদের বাসায় এমন অনেক প্যারানরমাল ব্যাপার ঘটে। এমনকি সেই আঙ্কেল নিজেই একদিন ফেস করেন। সেগুলো নাহয় আরেকদিন বলবো।