রাসূল (সাঃ) এর পিতা আব্দুল্লাহর লাশ কবরে অবিকৃত অবস্থায় রয়েছে।

মসজীদে নববী সম্প্রসারন প্রকল্পের বাস্তবায়নে কয়েকটি কবর স্থানন্তরের প্রয়োজন দেখা দেয়। এ সময় রাসূল (সাঃ) এর পিতা আব্দুল্ললাহর লাশ স্থানান্তর করার জন্য তার কবর খনন করা হল। চৌদ্দশত বছরের অধিক সময় আগে মাটির নিচে দাফন করা লাশ ছিল তখনও অবিকৃত।

এছাড়া মালেক ইবনে সাওফাই এবং অন্য ৬ জন সাহাবার লাশও অবিকৃত অবস্থায় পাওয়া গেছে। পরে তাদের লাশ জান্নাতুল বাকী কবরস্থানে সম্মানের সাথে দাফন করা হয়। 

সূত্রঃ চোখে দেখা কবরের আযাব

রাসূল (সাঃ) এর পিতা আব্দুল্লাহর লাশ কবরে অবিকৃত অবস্থায় রয়েছে।

মসজীদে নববী সম্প্রসারন প্রকল্পের বাস্তবায়নে কয়েকটি কবর স্থানন্তরের প্রয়োজন দেখা দেয়। এ সময় রাসূল (সাঃ) এর পিতা আব্দুল্ললাহর লাশ স্থানান্তর করার জন্য তার কবর খনন করা হল। চৌদ্দশত বছরের অধিক সময় আগে মাটির নিচে দাফন করা লাশ ছিল তখনও অবিকৃত।

এছাড়া মালেক ইবনে সাওফাই এবং অন্য ৬ জন সাহাবার লাশও অবিকৃত অবস্থায় পাওয়া গেছে। পরে তাদের লাশ জান্নাতুল বাকী কবরস্থানে সম্মানের সাথে দাফন করা হয়। 

সূত্রঃ চোখে দেখা কবরের আযাব

আরো পড়তে পারেন...

শেয়াল ও মুরগি

এক বাগানের একটি খাঁচায় একপাল মুরগিছানা থাকত ওদের মায়ের সঙ্গে। ওরা ছিল বেশ শান্ত-সুবোধ। কেউ…

ছাগল ও সিংহ

ক্লাসে কিছু ছাত্র থাকে যারা- যেমন বুদ্ধিমান তেমনি জ্ঞানী। আবার কিছু ছাত্র আছে যাদের স্মৃতি…

হাতেম তাঈ’র মহানুভবতা

হাতেম তাঈ ছিলেন তৎকালীন আরবের ইয়েমেন প্রদেশের একজন অত্যন্ত জ্ঞানী ও নিরহংকারী ব্যক্তি। সাধারণ জীবন-যাপনকারী…