ইয়ারমুকের যুদ্ধ

হিরাক্লিয়াস দু’লক্ষ চল্লিশ হাজার খ্রিষ্টান সৈন্য সমাবেশ করল ৬৩৩ খ্রিষ্টাব্দে ইয়ারমুকের ময়দানে। এদের তুলনায় মুসলমান মুজাহিদ সৈন্যবাহিনী খুবই অল্প। শুধু মাত্র ষাট হাজার সৈন্যবাহিনী। এ মুজাহিদ সৈন্যদলের  বুকে দুর্বার  সাহস, চোখে অনন্ত আশা, মনে সুদৃঢ় বিশ্বাস। 

তাঁরা এসেছে জন্মভূমির সম্মান রাখতে এবং ইসলামের বিজয় নিশান দেশে-বিদেশে ঊর্ধে তুলে ধরতে। তাঁরা এসেছেন স্বতঃপ্রবৃত্ত  হয়ে স্বজাতির ইজ্জৎ রক্ষা করতে। তাঁরা হিরাক্লিয়াসের  বেতন ভোগী সৈন্যদলের ন্যায় নয়। তাঁরা জাতির প্রাণ, তাঁরা আরবের মুজাহিদ দল। তাঁদের পাশে এসে দাড়ালেন মুসলিম বীর ললনাগণ।  তাঁরা নিলেন সেবার ব্রত। তাঁরা যোগাতে লাগলেন শ্রান্ত সেনাদলকে পানি ও উৎসাহ বাক্যের তাঁদের বুকে সঞ্চার করতে লাগলেন অফুরন্ত প্রেরণা। 

তদুপরি আহত সেনাদেরকে  সেবা-যত্নের মাধ্যমে সুস্থ করে তুলতে লাগলেন। এ বীর নারীগণ সৈন্যদের বার বার সর্তক করে দিয়ে দৃঢ় কণ্ঠে ঘোষনা করলেন, হে মুজাহিদ সিপাহী দল! তোমরা কখনো পালাবার চেষ্টা কর না। যুদ্ধক্ষেত্রে বীরের ন্যায় সংগ্রাম করে জীবন বিসর্জন দেবে। প্রাণ ভয়ে ভীত হয়ে পালাবার পথ খুঁজলে আমরা প্রস্তর নিক্ষেপ করে তোমাদের সমূলে ধ্বংস করব। 

জীবন পণ যুদ্ধ করে মহান আল্লাহ রাব্বুল আলামীন তোমাদের কে জয়ী করবেন। দু’লক্ষ চল্লিশ হাজার খ্রিষ্টান সৈন্যের সংগে মাত্র ষাট হাজার মুজাহিদ সেনা ঘোরতর যুদ্ধে লিপ্ত হল। আর্তের চিৎকারে, ঘোড়ার হ্রেসা ধ্বনি, অস্ত্রের ঝনাৎকার, মুমূর্ষুর কাতর স্বর সব কিছু মিলে একটা অনৈসর্গিক দৃশ্যের সৃষ্টি হল। 

যুদ্ধ শেষে দেখা গেলো খ্রিষ্টান সেনা ছত্রভঙ্গ হয়ে পলায়ন করছে। সমবেত মুসলিম সৈন্যের আল্লাহ আকবর, ধ্বনিতে চারিদিকের বাতাস মুখরিত হয়ে উঠেছে। মুসলমানগণ যুদ্ধে জয়লাভ করলেন।   

You may also like...

দুঃখিত, কপি করবেন না।