ইবলীসের মনে কুমতলব ও অহঙ্কারের সুত্রপাত

উল্লেখিত ঘটনার কিছুদিন পরে হঠাৎ একদিন ইবলীস    মনে মনে ভাবল- এখন তো ফেরেশতা জগতে ও জিনের রাজ্যে এমন কোন ফেরেশতা বা জিন নেই যে আমার কোন নির্দেশ অমান্য করে। কেননা, আসমান যমীন বা জিন ও ফেরেশতাকূলের মাঝে আমার প্রভাব এখন  অতুলনীয়।

আমার প্রভাব প্রতিপত্তি ও ক্ষমতার সাথে মোকাবেলা করার মত এখন আর কেউ নেই। এমতাবস্থায় যদি কোন কারণবশতঃ আল্লাহ তাআলা নিজের দায়িত্ব থেকে অবসর গ্রহণ করেন কিংবা স্বেচ্ছায় ঘোষনা করেন যে, আমি এখন এ সৃষ্টি জগত পরিচালনার দায়িত্ব হতে অবসর গ্রহণ করছি। অতএব এখন তোমাদের মধ্যে হতে যোগ্যতম ব্যক্তি আমার সৃষ্টজগতের পরিচালনার ভার গ্রহণ  কর।

তাহলে নিশ্চয়ই একমাত্র আমিই এ পদের সুযোগ্যতম ব্যক্তি হিসাবে এ দায়িত্ব গ্রহণ করে সুষ্ঠরুপে পালন করতে পারি। মূলত এখন আর আমি কোন দিক দিয়েই আল্লাহ তাআলার অপেক্ষা হীনবল ও কম ক্ষমতাবান নই। যাবতীয় ফেরেশতা ও জিনদের ওপর এখন আমার যেরুপ প্রভাব তাতে আল্লাহ তাআলা সাথে আমার কোন ব্যাপার নিয়ে বিরোধে অবশ্যই তারা আমার পক্ষাবলম্বন করবে। তাতে কোন সন্দেহ নেই।

You may also like...

দুঃখিত, কপি করবেন না।