আসহাবে কাহাফের রহস্যপূর্ণ ঘটনা-পরিচিতি পর্ব

হযরত ঈসা (আঃ) এর আবির্ভাবের প্রাক্কালে রোম সাম্রাজ্যের একদল ধর্মপরায়ণ যুবক ধর্মদ্রোহী রাজার আক্রমণ হতে স্বীয় ধর্ম ও জীবন রক্ষার নিমিত্ত এক নির্জন পর্বত গুহায় আশ্রয় নিয়েছিলেন। এরাই আসহাবে কাহাফ নামে পরিচিত। আসহাবে কাহাফের শাব্দিক অর্থ গুহাবাসী। পূর্ববর্তী নবীগণের যুগে আসহাবে কাহাফের ঘটনা একটি অলৌকিক সত্তা হিসেবে প্রসিদ্ধ ছিল। এ নিয়ে তখনকার সমাজে বহু অলিক গল্প, কাহিনী ও কথিকার অবতারণা হয়েছে। কিন্তু বাস্তব ঘটনার সঠিক তথ্য সম্বন্ধে কেউ অবহিত ছিল না বলে অনেক ক্ষেত্রে বহুমুখী, বিবরীতমুখী বর্ণনার সয়লাবে বিরাজমান ছিল।

এ ঘটনাটি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগেও একটি প্রধান আলোচ্য বিষয় বলে গণ্য হয়েছে। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাওয়াতি জিন্দেগীর দশম বর্ষ অতিক্রম কালে যখন আরব জাহানের শক্তিধর নেতৃবৃন্দ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উৎখাতের কঠিন প্রতিজ্ঞা নিল, তখন তাঁর উপর অমানবিক জুলুম ও নির্যাতন আরম্ভ করল। তাঁর পরিবারবর্গ ও মুসলমানদের আবু তালেব গিরি গুহায় অন্তরীন করে তাঁদের প্রতি সামাজিক ও অর্থনৈতিক বয়কটের যে ব্যবস্থা নিল, সে ব্যবস্থাগুলো ছিল রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের এক কঠিন পর্যায়। ঐতিহাসিকগণ এ নগ্ন ও বর্বোচিত জুলুমের চিত্র তুলে ধরে অনেক বৃহৎ গ্রন্থ সম্পাদন করেছেন।

মহান আদর্শের ধারক মহানবী রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কঠিন জুলুম ও নির্যাতনের বেষ্টনী অতিক্রম করে মানুষের অন্তস্থলে যখন আবাস করে নিতে সক্ষম হলেন তখন বিধর্মীরা অবরোধের আরো কৌশলগত দিক অনুসন্ধানে ব্যস্ত হয়ে উঠল। এক পর্যায়ে ইহূদী ও নাছারাদের পণ্ডিত ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত বুদ্ধিজীবী পরিষদ কর্তৃক আরম্ভ হল নবীর প্রতি প্রশ্নবাণ নিক্ষেপের পালা। যার অন্তর্ভুক্ত ছিল আসহাবে কাহাফের পরিচিতি ও সংখ্যা নির্ণয়, জুলকারনাইনের ইতিহাস বর্ণনা, খিজির (আঃ) এর কার্যবিবরণী ও রূহের অবস্থান সম্বন্ধে বিভিন্ন কথা।

আল্লাহ তা’য়ালা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রষ্ঠ মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এবং গায়েবী এলেম অধিকারের নিশ্চয়তা প্রদর্শনের উদ্দেশ্যে ও নির্যাতনের মুখে মুসলমানদের চরক ধৈর্যের শিক্ষাদানের জন্য ওহির মাধ্যমে ধর্মদ্রোহীদের সকল কঠিন প্রশ্নের সঠিক ও সুন্দর জবাব প্রদান করেন।

সূত্রঃ কুরআনের শ্রেষ্ঠ কাহিনী

আসহাবে কাহাফের প্রকৃত ঘটনা পড়তে এখানে ক্লিক করুন

You may also like...

দুঃখিত, কপি করবেন না।