আল্লাহর পথের পাগল

শায়েখ মোহাম্মদ মোকাদ্দাসী (রহঃ) বলেন, একবার আমি সিরিয়ার পাগলা গারদে গিয়ে দেখতে পেলাম, এক যুবকের  পা ও গলায় বেড়ি লাগিয়ে শিকল দ্বারা বেঁধে রাখা হয়েছে।

আমাকে দেখা মাত্র সে বলে উঠল, হে মোহাম্মদ; দেখ আমার সাথে কেমন আচারণ করা হচ্ছে, তুমি আমার পক্ষ হয়ে আল্লাহর নিকট বল যে, যদি সমগ্র আকাশ ও যমীনকে বেড়ী বানিয়ে আমার পায়ে জড়িয়ে দেওয়া হয় তথাপি আমি আল্লাহ ব্যতীত অন্য কারো প্রতি মুহূর্তের জন্যও ফিরে তাকাব না। অতঃপর সে এ দুটি বয়াত পাঠ করতে লাগল-

অনুবাদঃ তোমার নৈকট্য যার স্বভাবে পরিণত হয়ে পড়েছে সে কিছুতেই তোমার বিরহ সইতে পারে না। তোমার ভালবাসার আবেগে অপমানিত হয়ে এখন সে তোমার সাথে সম্পর্কচ্ছেদের  শক্তিও হারিয়ে ফেলেছে। তোমার ভালবাসা আমার অন্তরে  আর এক কুঠার আমার কলিজায় অবস্থান করছে। যদিও খালি  চোখে তোমাকে দেখতে পাচ্ছি না। কিন্তু আমার অন্তর তোমাকে দেখছে।

You may also like...

দুঃখিত, কপি করবেন না।