আটা পেষাইকারী জ্বিন
বর্ণনায় নাউফ আল-বুকালীঃ হযরত সুলাইমান (আঃ)-এর এক বাদী প্রতিরাতে তিন কফীয পরিমাপ বিশেষ পরিমান আটা পেষাই করত। তাঁর কাছে শয়তান আসে এবং তাকে সমুদ্রের দিকে নিয়ে গিয়ে দু’টুকরো করে দেয়। যাতাও ছিনিয়ে নেয়।
তারপর সেই শয়তান নিজে ওই বাদীর মতো আটা নিয়ে যেত এবং কিছুক্ষণের মধ্যেই পিষে এনে হযরত সুলাইমান (আঃ)-এর কাছে হাজির করত। হযরত সুলাইমান (আঃ) তাঁর ওই কাজে অবাক হয়ে অন্য এক বাদীকে এর কারণ জিজ্ঞাসা করলেন।
বাদীকে ইঙ্গিতে শয়তানের কথা বলল। এরপর হযরত সুলাইমান (আঃ) সমুদ্রের ধারে ধারে দেওয়াল গাঁথার কাজ করান। সুতরাং হযরত সুলাইমান (আঃ) হলেন প্রথম ব্যক্তি, যিনি ওই কাজ করিয়েছেন।