আজব দাওয়াই

বর্ণনায় হযরত যায়েদ বিন অহাব (রহঃ) আমি এক যুদ্ধে শরীক হয়েছিলাম। (সম্ভবত ফেরার পথে) এক দ্বীপে নামি। ওখানে ছিল এক বিরাট বড় নির্জন ঘর। আমাদের দলের লোক বলে- ওই ঘরের বাসিন্দাদের দ্বারা তোমাদের ক্ষতি হতে পারে। অতএব তোমরা নিজেদের আগুন এখান থেকে তুলে নাও (অর্থাৎ রাত কাটানোর জন্য এ জায়গা বাদ দিয়ে অন্য কোথাও যাওয়া হোক)।

কথাটা সে তার কাছে রাত্রে ঘরের এক বাসিন্দা (জ্বিন) এসে বলে- তুমি আমাদের ঘর থেকে তোমার সঙ্গীদের সরিয়ে এনেছ। তাই আমাকে একটা ডাক্তারি বিদ্যা বাতলে দিচ্ছি। যখন তোমার কাছে কোন রুগী ব্যথা বেদনার কথা বলবে, সেই সময় যা তোমার মনে পড়বে তাই তার ঔষধ হবে।

আজব দাওয়াই

বর্ণনায় হযরত যায়েদ বিন অহাব (রহঃ) আমি এক যুদ্ধে শরীক হয়েছিলাম। (সম্ভবত ফেরার পথে) এক দ্বীপে নামি। ওখানে ছিল এক বিরাট বড় নির্জন ঘর। আমাদের দলের লোক বলে- ওই ঘরের বাসিন্দাদের দ্বারা তোমাদের ক্ষতি হতে পারে। অতএব তোমরা নিজেদের আগুন এখান থেকে তুলে নাও (অর্থাৎ রাত কাটানোর জন্য এ জায়গা বাদ দিয়ে অন্য কোথাও যাওয়া হোক)।

কথাটা সে তার কাছে রাত্রে ঘরের এক বাসিন্দা (জ্বিন) এসে বলে- তুমি আমাদের ঘর থেকে তোমার সঙ্গীদের সরিয়ে এনেছ। তাই আমাকে একটা ডাক্তারি বিদ্যা বাতলে দিচ্ছি। যখন তোমার কাছে কোন রুগী ব্যথা বেদনার কথা বলবে, সেই সময় যা তোমার মনে পড়বে তাই তার ঔষধ হবে।

আরো পড়তে পারেন...

মুগীরা ইবন শু’বা (রা)

নাম আবু আবদিল্লাহ মুগীরা, পিতা শু’বা ইবন আবী আমের। আবু আবদিল্লাহ ছাড়াও আবু মুহাম্মাদ ও…

সাপের তওবা

একটি সাপের ঘটনা বর্ণনা করছি। আমার কাছে যারা তালীম গ্রহন করতে আসে প্রথমেই আমি কাউকে…

আবদুল্লাহ ইবন হুজাফাহ আস-সাহমী-(রা)

আবু হুজাফাহ আবদুল্লাহ নাম। পিতার নাম হুজাফাহ। কুরাইশ গোত্রের বনী সাহম শাখার সন্তান। ইসলামী দাওয়াতের…