অশুভ যাত্রার শুভ পরিণতি

এক বুজুর্গ বলেন, একদল লোক রবী ইবনে খাসীমকে বিপথগামী করার উদ্দেশ্যে তার পেছনে এক সুন্দরী নারীকে লেলিয়ে দিল। একাজে সফল হতে পারলে তাকে একশ দেরহাম পুরষ্কার দেয়া হবে বলে তার সাথে চুক্তি পত্র করা হল।

অতঃপর সে উগ্র সাজ গোজ করে হযরত রবীর জন্য মসজিদের বাইরে অপেক্ষা করতে লাগল। তিনি যখন নামায শেষে মসজিদ থেকে বের হলেন তখন সেই মহিলা কমনীয় ভঙ্গিমায় তার সামনে এসে দাড়াল। হযরত রবী তাকে দেখে প্রথমে ভয় পেয়ে গেলেন এবং তাকে এড়িয়ে সামনে এগুতে চেষ্টা করলেন।

কিন্তু সে কিছুতেই পথ ছাড়ল না। পরে তিনি তাকে লক্ষ্য করে বললেন, আল্লাহর গজবে যখন দেহের রং বিবর্ণ হয়ে তোমার রুপ যৌবন বিদায় নেবে কিংবা মালাকুল মউত  এসে তোমার প্রাণ বদ করে নেবে তখন কি হবে একবার ভেবে দেখছ?

এ কথা শুনামাত্র সেই মহিলা বিকট স্বরে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল।

বর্ণনাকারী বলেন, আল্লাহর শপথ! পরবর্তীতে ঐ মহিলা  বুজুর্গতে অনেক উঁচু মোকাম হাসিলের পর দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেন।

অশুভ যাত্রার শুভ পরিণতি

এক বুজুর্গ বলেন, একদল লোক রবী ইবনে খাসীমকে বিপথগামী করার উদ্দেশ্যে তার পেছনে এক সুন্দরী নারীকে লেলিয়ে দিল। একাজে সফল হতে পারলে তাকে একশ দেরহাম পুরষ্কার দেয়া হবে বলে তার সাথে চুক্তি পত্র করা হল।

অতঃপর সে উগ্র সাজ গোজ করে হযরত রবীর জন্য মসজিদের বাইরে অপেক্ষা করতে লাগল। তিনি যখন নামায শেষে মসজিদ থেকে বের হলেন তখন সেই মহিলা কমনীয় ভঙ্গিমায় তার সামনে এসে দাড়াল। হযরত রবী তাকে দেখে প্রথমে ভয় পেয়ে গেলেন এবং তাকে এড়িয়ে সামনে এগুতে চেষ্টা করলেন।

কিন্তু সে কিছুতেই পথ ছাড়ল না। পরে তিনি তাকে লক্ষ্য করে বললেন, আল্লাহর গজবে যখন দেহের রং বিবর্ণ হয়ে তোমার রুপ যৌবন বিদায় নেবে কিংবা মালাকুল মউত  এসে তোমার প্রাণ বদ করে নেবে তখন কি হবে একবার ভেবে দেখছ?

এ কথা শুনামাত্র সেই মহিলা বিকট স্বরে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল।

বর্ণনাকারী বলেন, আল্লাহর শপথ! পরবর্তীতে ঐ মহিলা  বুজুর্গতে অনেক উঁচু মোকাম হাসিলের পর দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেন।

আরো পড়তে পারেন...

খৃষ্টান মহিলার প্রেমে পাগল হওয়ার ঘটনা

বুজুর্গ ব্যক্তি বললেন, একদা আমি হযরত হাসান বসরী (রহঃ) এর দরবারে বসেছিলাম। এমন সময় আমাদের…

এক বুজুর্গের কসমের উছিলায়

হযরত আবূ আব্দুল্লাহ কাররাশী (রাঃ) বলেন, একবার মুশরিক সৈন্যরা স্পেন শহরে প্রবেশ করে বিনা যুদ্ধে…

স্বপ্ন যোগে রাসূলের দিদার।

ইমাম কাফেলায় হাবীবের ঈমানী চেতনার প্রকাশ্য শক্তি যেন কয়েকগুণ বাড়াল। ইমাম হোসাইন (রাঃ) গভীর রাতে…